• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের অনুরোধ রাখলো না ইরান, কুস্তিগীরের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৮
Wrestler Navid Afkari
নাভিদ আফকারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ গ্রাহ্য না করে ২৭ বছর বয়সী ৪৩টি অলিম্পিক পদক জয়ী রেসলার (কুস্তিগীর) নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার।

শনিবার (১২ সেপ্টেম্বর) দক্ষিণ ইরানের এক জেলখানায় নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ট্রাম্প ছাড়াও সারাবিশ্বের ৮৫ হাজার রেসলার নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ করেন।

এএফপি জানায়, ২০১৮ সালের ২ আগস্ট ইরানের দক্ষিণাঞ্চলের শহর শিরাজে সরকারবিরোধী প্রতিবাদ চলাকালে সরকারি পানি উন্নয়ন কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এই কুস্তিগীরকে।

তবে আফকারির পরিবারের দাবি, কোনো খুন করেনি আফকারি। তাকে জেলে নির্যাতন করে খুনের মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

আল জাজিরাকে আফকারি আইনজীবী জানান, তার অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে ইরানি বিচার বিভাগ জানিয়েছে, আফকারিকে জেলে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের দাবি ভিত্তিহীন।

আফকারির মৃত্যুদণ্ড কার্যকর না করতে ইরানের প্রধান ধর্মীয় নেতার কাছে আফকারির প্রাণভিক্ষা চেয়েছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ। আফকারির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় শোক প্রকাশ করেছেন টমাস বাখ।

আরও পড়ুন

জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
শিক্ষিকা খুনে ২ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
‘জনগণের আমানতকে যারা খেলা মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত’
X
Fresh