• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

সৌদিজোটের বিমান হামলার শিকার ইয়েমেন 

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৮
Saudi airstrikes in Yemen,
ছবি সংগৃহীত।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের ব্যারাক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চলিয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে এসব বলা হয়েছে।

জানা গেছে, এ সময় জোট বাহিনী সানার উত্তরে আল দেলমি বিমান ঘাঁটিতে হুতিদের আরও চারটি ড্রোন ধ্বংস করেছে। স্থানীয় সূত্রের বরাতে জানায় আল এরাবিয়া।

এদিকে রয়টার্স-এর খবরে বলা হয়, তাৎক্ষণিকভাবে জোট বাহিনীর পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়নি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট একদিন আগেই সানার দুটি এলাকায় বিমান হামলা চালিয়েছিল।

এর আগে ১০ সেপ্টেম্বর হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ধারণা করা হচ্ছে, সেই হামলার জবাব দিতেই সৌদি জোট সানায় হুতিদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

আরও পড়ুন

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন নিয়ম
যে কারণে মক্কায় প্রবেশে সৌদির বাসিন্দাদের অনুমতি লাগবে
তিন শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি
সস্ত্রীক ওমরাহ করতে গেলেন ফখরুল
X
Fresh