• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নৌকার সঙ্গে পাল্লা দিচ্ছে কুমির! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৯
crocodile
কুমির

নদীতে ছুটছে নৌকা আর নৌকার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে বিশালাকার এক কুমির। এ যেন নৌকা আর কুমিরের দৌড় প্রতিযোগিতা। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি অস্ট্রেলিয়ার।

জানা গেছে, অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের এক স্থানে সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন অ্যালেক ডান ও তার বন্ধু। নৌকায় ঘোরার সময় তাদের চোখে পড়ে একটি কুমির। তারা একটু পরেই তারা অবাক হন, যখন দেখেন একটি কুমির তাদের নৌকার সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে। এই ঘটনার ভিডিও ধারণ করেন অ্যালেক ডান ও তার বন্ধু। পরবর্তীতে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও আপলোড করেন, যা মুহূর্তে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রায় সাড়ে চার মিটার লম্বা কুমিরটা। সাধারণত কুমির যে গতিতে পানিতে চলে ফেরা করে, তার থেকে অনেক জোরে সাঁতরাচ্ছিল কুমিরটি।

তবে বিশেষজ্ঞরা জানান, কুমিরের এই আচরণ মোটে স্বাভাবিক নয়। ড্যানিয়েল রামসি নামের এক সরীসৃপ বিশেষজ্ঞ বলেন, কুমিররা যখন শিকার ধরার মতলবে থাকে তখন পানির তলা দিয়েই যায়। সেই সময় মাঝে মধ্যে বাতাসের জন্য ওপরে মুখে তোলে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা।

জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh