• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লেসবস দ্বীপে শরণার্থীদের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে গ্রিসের পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৭
Greek police fire tear gas at migrants on island of Lesbos island
সংগৃহীত

ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী শিবির আগুন পুড়ে যাওয়ার পর গৃহহীন হয়ে পড়ায় বিক্ষোভ শুরু করে ক্ষুব্ধ অভিবাসীরা। তাদের দমাতে গ্রিসের পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে। তারা লেসবস দ্বীপ ছাড়ার দাবি জানাচ্ছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে জনাকীর্ণ মোরিয়া ক্যাম্পে আগুন লেগে তা পুড়ে যায়। এরপর গৃহহীন হয়ে পড়ে ১২ হাজারের বেশি অভিবাসী। এই অভিবাসীদের অধিকাংশই আফ্রিকা ও আফগানিস্তানের। ওই অভিবাসীদের মধ্যে কিছু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, তাই সেখানে এটা ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দেয়।

শনিবার তপ্ত রোদে দাঁড়িয়ে শত শত অভিবাসী ‘স্বাধীনতা’ এবং ‘ক্যাম্প চাই না’ স্লোগান দেয়। সেখানে আবারও তাঁবু তৈরির জন্য কর্তৃপক্ষ বুলডোজার নিয়ে গেছে।

বিক্ষোভকারীদের অনেকের হাতে আবার ‘আমরা মোরিয়ার মতো নরকে আর ফিরতে চাই না’ লেখা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিল। কারও কারও হাতে ‘আমাদের কী শুনতে পাচ্ছেন মার্কেল?’ লেখা স্লোগানও ছিল।

বিক্ষোভকারীদের একটা দ্বীপের মাইটিলেন বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোঁড়ে। এসময় পাশেই তাঁবু তৈরির কাজ চলছিল।

আরও পড়ুন: অস্ত্রসহ মার্কিন গুপ্তচর গ্রেপ্তারের দাবি ভেনেজুয়েলার

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা খাতে দেশের বার্ষিক খরচ ১২০ কোটি টাকা : দুর্যোগ প্রতিমন্ত্রী
গ্রিসে বাংলাদেশি যুবক নিহত
প্রাক্তন স্ত্রীর সঙ্গেই প্রেম করছেন অভিনেতা
X
Fresh