• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অস্ত্রসহ মার্কিন গুপ্তচর গ্রেপ্তারের দাবি ভেনেজুয়েলার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৮
Venezuela Says 'US Spy' Captured Near Oil Refinery Complex
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ফ্যালকন রাজ্যের দুটি তেল শোধনাগারের কাছে একজন ‘মার্কিন গুপ্তচর’ ধরা পড়েছে। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, ওই ব্যক্তির সঙ্গে অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ অর্থ ছিল।

বৃহস্পতিবার আমুয়াই এবং কার্দোন নামে দুটি তেল শোধনাগারের কাছে ওই ঘটনা ঘটে। মাদুরো বলেন, আটককৃত ব্যক্তি ‘ইরাকে সিআইএ’র ঘাঁটিতে একজন মেরিন হিসেবে কাজ করছিল।’ এর চেয়ে বেশি কিছু জানাননি তিনি।

এ ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

মাদুরো আরও বলেছেন যে, উত্তরাঞ্চলীয় এল পালিতো তেল শোধনাগারে সম্প্রতি এক বিস্ফোরণ ঘটানোর একটি পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে কর্তৃপক্ষ।

ওই ঘটনার ব্যাপারে এর বেশি আর কিছু তিনি বলেননি। গত মাসে ভেনেজুয়েলার এক আদালতে দুজন সাবেক আমেরিকান সৈন্যকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

লুক ডেনম্যান ও আইরান বেরি নামে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছিল।

তাদেরকে ষড়যন্ত্র, অবৈধ অস্ত্র পাচার ও সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন: কঙ্গোয় স্বর্ণখনি ধসে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেনেজুয়েলায় স্বর্ণের খনিতে ধস, ২৩ জনের মৃত্যু
X
Fresh