• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে লেবানন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৬
Lebanese army shot down Israeli drone
মিডল ইস্ট আই থেকে নেয়া

লেবাননের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করা ইসরায়েলি একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে ইসরায়েল এটা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, সীমান্ত এলাকায় ‘কার্যক্রম’ চালানোর সময় লেবাননে এটি বিধ্বস্ত হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনটি লেবাননের ভেতর জাতিসংঘ-সীমানা নির্ধারণকারী নীল দাগের চেয়ে ২০০ মিটার দূরে ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘তথ্য চুরির কোনও ঝুঁকি’ ছিল না। তবে এর চেয়ে বেশি কিছু জানাননি তিনি।

প্রায় দুই সপ্তাহ আগে একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই সময় লেবাননের সেনাবাহিনী জানায়, দেশটির দক্ষিণে স্থানীয় একটি পরিবেশবাদী গ্রুপের অফিস লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইসরায়েলি হেলিকপ্টার।

লেবাননের সেনাবাহিনী জানায়, এ ঘটনা আইতারুন ন্যাচার রিজার্ভে আগুন ধরে যায়। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা হিজবুল্লাহ’র স্থাপনায় আঘাত হেনেছে। তারা জানায়, আগে তাদের লক্ষ্য করে গুলির ছোড়ার পর ইসরায়েলি বাহিনী মিসাইল ছুড়েছে।

এদিকে দেশটি থেকে ইসরায়েলে গুলি ছোড়ার বিষয়টি উল্লেখ করেনি লেবাননের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। তবে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে তারা। এ ঘটনায় জাতিসংঘে অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছে তারা।

আরও পড়ুন: খাশোগি হত্যার দায় থেকে আমি যুবরাজ মোহাম্মদকে বাঁচিয়েছি: ট্রাম্প

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
ইসরায়েলের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৯
বাংলাদেশ সীমান্তের কাছে হেলিকপ্টার ভূপাতিত করল আরাকান আর্মি!
X
Fresh