• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শুরু হচ্ছে ইরান, রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫
file photo
ফাইল ছবি।

এ মাসের শেষের দিকে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ইরান, চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী।

এ মহড়া অনুষ্ঠিত হবে রাশিয়ার দক্ষিণাঞ্চলে। সেখানে আরও কয়েকটি দেশের অংশ নেয়ার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আর্মেনিয়া, বেলারুশ, মিয়ানমার ও পাকিস্তান এ মহড়ায় যোগ দেবে। মহড়ার নাম দেয়া হয়েছে ককেশাস-২০২০।

আসছে ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই যৌথ মহড়া চলবে । প্রতিরক্ষা কৌশল রপ্ত করার ওপর বিশেষ জোর দেয়া হবে। এতে শত্রুপক্ষকে ঘেরাও করা, যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলোও গুরুত্ব পাবে। বলে জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়

---------------------------------------------------------------
আরও পড়ুন: মালয়েশিয়ায় প্রবেশে বাংলাদেশিদের সুখবর
---------------------------------------------------------------

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মোকাবিলায় যখন বিশ্ব হিমশিম খাচ্ছে। ঠিক সে সময় এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর বিশেষ গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেছে চীনা মন্ত্রণালয়।

আমেরিকা সরকারের শত্রুতার মুখে গত কয়েক বছর ধরে নিজেদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে ইরান, চীন ও রাশিয়া । আগের বছরও এই তিন দেশ ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছিল।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব শক্তিশালী হয়েছে : শি জিনপিং
মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী 
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
X
Fresh