• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দিল্লিতে ধর্ষণের শিকার ৮৬ বছরের বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৮
rape, india,
ছবি সংগৃহীত

ভারতের দিল্লিতে ৮৬ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে ত্রিশের কোঠায় থাকা এক ব্যক্তি।

সোমবার দুধওয়ালার জন্য বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন বৃদ্ধাটি। তখন অভিযুক্ত ধর্ষণকারীর নজরে পড়েন তিনি। লোকটি তাকে বলে, দুধওয়ালা আজ আসবে না। সে বৃদ্ধাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় যেখানে গিয়ে দুধ পেতে পারেন তিনি। বৃদ্ধাটি তার কথায় ভরসা করে সঙ্গে যেতে সম্মত হয়। লোকটি তাকে নিকটবর্তী এক খামারবাড়িতে নিয়ে যায় এবং সেখানেই বৃদ্ধাকে ধর্ষণ ও নির্যাতন করে। বলছিলেন দিল্লির নারী কমিশনের প্রধান সোয়াতি মালিওয়াল। খবর বিবিসি বাংলার।

সোয়াতি মালিওয়াল জানান, বৃদ্ধাটি চিৎকার করে কাঁদছিলেন। ছেড়ে দেয়ার জন্য অনুনয় করছিলেন। বলছিলেন আমি তোমার দাদির মতো। কিন্তু এসবে কান না দিয়ে নির্দয় নির্যাতন অব্যাহত রাখে ধর্ষণকারী।
পরে আশেপাশের গ্রামে যারা কান্নার শব্দ শোনেন তারা দৌঁড়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করেন এবং ধর্ষণকারীকে পুলিশে দেন।

সোয়াতি মালিওয়াল আরও জানান, বৃদ্ধাটির হাতে চামড়া কোঁচকানো। তার সঙ্গে যা হয়েছে তা শুনলে আপনি আঘাত পাবেন। তার মুখে ও শরীরে এখনো আঁচড়ের দাগ পষ্ট। তিনি আমাকে বলেছেন তার যৌনাঙ্গ দিয়ে রক্তপাতও হয়েছিল। ভয়াবহ এক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটছে তার।

অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করেন মিজ মালিওয়াল। অভিযুক্তকে 'অমানুষ' বলে বর্ণনা করেন তিনি।
তিনি এও জানান, আমি দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি এবং শহরের লেফটেন্যান্ট-গভর্ণরেক লিখবো যাতে, মামলাটি দ্রুত নিষ্পত্তি হয় এবং ছয় মাসের মধ্য অপরাধীকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি অস্থিতিশীল করছে যুক্তরাজ্য: অ্যামনেস্টি 
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
X
Fresh