• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা আক্রান্ত নারী ঘুরছেন সৈকতে, গ্রেপ্তার করলো পুলিশ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৯
Spain,
ছবি সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনায় যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে নিভৃতবাসে থাকবেন। এমনটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু কোভিড ১৯ পজিটিভ হওয়ার পরেও নিজেকে ঘরবন্দি করে রাখেননি এক নারী।

ঘর থেকে বেরিয়ে ঘুরতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। আর এ জন্যই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

জানা গেছে, লা জুরোইলা বিচ জায়গাটি স্পেনের সান সেবাস্তিয়ান শহরে অবস্থিত। সেখানেই মুখে মাস্ক ও বিকিনি পরে ঘুরতে গিয়েছিলেন ওই নারী।

পুলিশ তাকে গ্রেপ্তার করে কারণ অন্য কারও মাঝে যেন সংক্রমণ না ছড়ায়।

ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা পিপিই কিট পরে এসেছেন। আর ওই নারীকে গ্রেপ্তারের জন্য ছুটছেন। খানিক পর তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh