• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমেরিকার সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার মানুষ উদ্বাস্তু: গবেষণা

অনলাইন ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২০, ২০:০৯
America,
উদ্বাস্তু শিশু

আমেরিকার কথিত সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধে কমপক্ষে তিন লাখ ৭০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণা রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত ওই রিপোর্টে আরও বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের নামে সামরিক আগ্রাসন শুরু করে। গবেষণা রিপোর্টের শিরোনাম করা হয়েছে 'কস্টস অব ওয়ার' বা ‘যুদ্ধের মূল্য’।

রিপোর্টে বলা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রাপ্ত তথ্য থেকে এই কথা বলা যাচ্ছে যে, ২০০১ সালের পর থেকে এ পর্যন্ত আমেরিকা অন্তত আটটি যুদ্ধ শুরু করেছে অথবা অংশ নিয়েছে এবং তাতে তিন কোটি ৭০ লাখ মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

রিপোর্টে বলা হয়েছে- ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ফিলিপাইন, লিবিয়া ও সিরিয়ায় উদ্বাস্তু হওয়া এসব মানুষের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি।

গবেষণা রিপোর্ট আরও বলা হয়েছে জরিপে এই সংখ্যা উঠে আসলেও প্রকৃত সংখ্যা চার কোটি ৮০ লাখ থেকে পাঁচ কোটি ৯০ লাখ হতে পারে।

আরও পড়ুন: দাবানলে যুক্তরাষ্ট্রের মলডেন শহরের ৮০ শতাংশ বাড়িঘর পুড়ে গেছে

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh