• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪০
President Donald Trump
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তিতে মধ্যস্থতা করা জন্য তাকে এ পুরস্কারে মনোনীত করা হয়েছে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন নরওয়ে পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং জিজেডে। বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ভূমিকা রাখার জন্য তিনি ট্রাম্পের প্রশংসা করেছেন।

তিনি বলেন, দুটি জাতির মাঝে দীর্ঘ দিন চলে আসা অস্থিতিকর পরিস্থিতির অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হলো।

টাইব্রিং জিজেড দাবি করেন, ট্রাম্প পৃথিবীর অনেক দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। সামনের বছর পুরস্কারটির জন্য তারই বিবেচিত হওয়া উচিত।

গত ১১ আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই দুই দেশের ‘ঐতিহাসিক চুক্তির’ কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: ট্রাম্পকে পেছনে ফেলে মার্কিন ধনীদের তালিকায় সাত ভারতীয় বংশোদ্ভূত

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফিরলেন রাষ্ট্রপতি
ডব্লিউটিও সম্মেলন সোমবার, কী চায় বাংলাদেশ? 
বাংলাদেশ থেকে কর্মী নেবে সৌদি ও আমিরাত
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
X
Fresh