• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দুই দিনের ব্যবধানে ইরান সফরে ভারতের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী

আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪
Iran, russia,
ইরান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

গত শনিবার ইরান সফর করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক উন্নয়ন করতে সফরে আলোচনা হয়।

দুই দিন পর আজ মঙ্গলবার ইরান সফর করছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। তিনি তেহরানে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে দুই দেশের মাঝে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ আজকের বৈঠক প্রসঙ্গে বলেছেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই সব ক্ষেত্রে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছেন। দুই পক্ষই এ বিষয়ে আন্তরিক বলে তারা জানিয়েছেন।

জয়শঙ্কর আজই ইরান সফর শেষে মস্কোর উদ্দেশে তেহরান ত্যাগ করবেন। রাশিয়ায় তিনি সাংহাই সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন।

শনিবার প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন: ইকুয়েডরে অনলাইনে ক্লাসের সময় ডাকাতি

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
মুখ খুলল রাশিয়া
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া
X
Fresh