• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাছি মারতে গিয়ে বাড়ির একাংশ উড়িয়ে দিলেন ফ্রান্সের এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫
Man blows up part of house while chasing fly
বিবিসি থেকে নেয়া

মাছির যন্ত্রণায় বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি। তাই মাছি মারতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই মাছি মারতে গিয়ে উড়ে গেলো বাড়ির একাংশ। এমন অদ্ভূত ঘটনা ঘটেছে ফ্রান্সের দোর্দোগ্নের পারচৌল-চেনড গ্রামে।

ওই ব্যক্তির বয়স ৮০ বছরের কোঠায়। মাত্রই ডিনার করতে বসেছিলেন। কিন্তু মাছির ভনভন শব্দে প্রচণ্ড বিরক্ত হয়ে যান।

তাই মাছি মারতে ইলেকট্রিক র‌্যাকেট হাতে তুলে নেন ওই ব্যক্তি। র‌্যাকেট দিয়ে মাছি মারার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। কিন্তু ওই ব্যক্তির অজান্তেই রান্নাঘরে থাকা একটি গ্যাস সিলেন্ডার লিক হয়েছিল।

ফলে র‌্যাকেট ও লিক গ্যাসের রিঅ্যাকশন থেকে বিস্ফোরণ হয়। এর ফলে রান্নাঘর পুরোপুরি এবং বাড়ির ছাদ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এমন ঘটনার পরও প্রাণে বেঁচে গেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় শুধু তার হাত পুড়ে যায়।

তবে ওই মাছির ভাগ্যে কি ঘটেছে, ত জানা যায়নি বলে জানিয়েছে সুড-ওয়েস্ট নোটস নামের একটি নিউজ আউটলেট।

পরে স্থানীয় একটি ক্যাম্পসাইটে আপাতত আশ্রয় নিয়েছেন ওই ব্যক্তি। আর তার পরিবার বাড়ি মেরামত করছে।

আরও পড়ুন: ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান চাই, ট্রাম্পকে বাদশাহ সালমান

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঠিন গ্রুপে আর্জেন্টিনা, সহজ গ্রুপে ফ্রান্স
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
গ্রুপ অব ডেথে ইতালি-ফ্রান্স-বেলজিয়াম
X
Fresh