• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মালিতে বিদ্রোহীদের বোমা হামলায় দুই ফ্রেঞ্চ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৩
Two French soldiers killed in Mali
ছবি- সংগৃহীত

মালির তেসালিত এলাকায় অভিযান চালাতে গিয়ে দুই ফ্রেঞ্চ সেনা নিহত এবং একজন আহত হয়েছেন। রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এসব সেনা হতাহত হন।

এএফপি ও ফ্রেঞ্চ টোয়েন্টিফোর জানিয়েছে, মালির উত্তরাঞ্চলীয় এই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটিতে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে ফ্রান্সের সেনারা।

সেনা নিহত হওয়ার পর তাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

২০১২ সাল থেকে দেশটিতে বিদ্রোহী গেরিলারা সহিংসতা চালিয়ে আসছে। বতর্মানে বেশিরভাগ এলাকা গেরিলাদের নিয়ন্ত্রণেই রয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ২০১৩ সালে মালিতে সেনা পাঠায় ফ্রান্স। সেখানে এ পর্যন্ত ৪৫ জন ফ্রেঞ্চ সেনা নিহত হয়েছেন।

গেল ১৮ আগস্ট আফ্রিকার দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কিয়েতা।

এর পর থেকে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য মালির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে আসছে ফ্রান্স।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিন আগেই নোঙর করবে এমভি আবদুল্লাহ
গাড়ি মালিকদের জন্য সুখবর
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
সুইপারকে বাঁচাতে সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিকেরও মৃত্যু
X
Fresh