• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইরানের বিপুল অংকের পাওনা অর্থ ফেরত দিতে রাজি হয়েছে ব্রিটেন

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬
iran, revolution,
ফাইল ছবি

অবশেষে ইরানের বিপুল অংকের পাওনা অর্থ ফেরত দিতে রাজী হয়েছে ব্রিটেন। দীর্ঘদিন যাবৎ পাওনা অর্থের কথা অস্বীকার করে আসলেও এখন সেই অর্থের কথা স্বীকার করেছে ব্রিটেন।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইরানের পাওনা রয়েছে। ইরানের সেই অর্থ ফেরত দিতে আইনি পথ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এতোদিন আন্তর্জাতিক আদালতের রায়ের পরও ইরানের অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল লন্ডন।

ব্রিটেনের কাছ থেকে ট্যাঙ্ক কিনতে লন্ডনকে ১৯৫ কোটি ডলার দিয়েছিল ইরান। কিন্তু ইরানে ইসলামি বিপ্লবের পর ট্যাঙ্ক হস্তান্তর করেনি লন্ডন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অর্থ ইরান সরকারকে ফেরত দেওয়ার কথা থাকলেও লন্ডন তা থেকে বিরত ছিল।

২০০৮ সালে একটি আন্তর্জাতিক আদালত ইরানের পক্ষে রায় দেয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh