• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের ‘ব্যর্থ’ বলে বিপাকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২০, ১২:২৪
Trump called US war dead 'losers'
সংগৃহীত

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের ‘ব্যর্থ’ ও ‘বোকা’ বলে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বেফাঁস মন্তব্যের খবর প্রথম প্রকাশিত হয় দ্য আটলান্টিক ম্যাগাজিনে। পরে এপি ও ফক্স নিউজে এ নিয়ে আরও খবর প্রকাশিত হয়। খবর বিবিসির।

ট্রাম্পের এমন মন্তব্যের পর তোলপাড় শুরু হয়েছে। তবে ট্রাম্প ও তার মিত্ররা এ ধরনের মন্তব্যের ব্যাপারে অস্বীকার করেছেন।

কিন্তু ভেটেরান গ্রুপগুলো এই খবর সামনে আসার পর ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন।

এদিকে সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় নিহত হওয়া সদস্যদের পরিবারগুলোর একটি ভিডিও পোস্ট করেছে প্রোগ্রেসিভ গ্রুপ ভোটভেটস। সেখানে একজন বলেন, আপনি জানেন না আত্মত্যাগ মানে কি?

ইরাক অ্যান্ড আফগানিস্তান ভেটেরানস অব আমেরিকার পল রিকহফ এক টুইটে বলেছেন, এর দ্বারা কারা সত্যিই অবাক হয়েছে?

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মন্তব্যের কারণে বড় ক্ষতির মুখে পড়তে পারেন ট্রাম্প। কারণ পুনর্নির্বাচিত হতে গেলে সেনাবাহিনীর ভোটারদের সমর্থন লাগবে তার।

দ্য আটলান্টিক জানাচ্ছে, ২০১৮ সালে প্যারিস সফরের সময় এই মন্তব্য করেছিলেন ট্রাম্প। ওই সময় প্যারিসের বাইরে একটি মার্কিন করবস্থান সফরে যাওয়ার আইডিয়া বাতিল করেছিলেন ট্রাম্প। কারণ তার ভাষায়, ওই কবরস্থান ‘ব্যর্থদের দিয়ে পূর্ণ’।

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোয়ার মিডলের ব্যর্থতায় বৃথা গেল ম্যাগার্ক ঝড়, দিল্লির বড় হার
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
প্রেমে ব্যর্থ হয়ে কিশোরীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার
‘দেশের পাহাড়ি এলাকায় নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার’
X
Fresh