• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আমেরিকার যুদ্ধাপরাধ তদন্ত করায় আইসিসি’র চিফ প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৪২
america, war crime,
ফাতুহ বেনসোদার

আফগানিস্তানে যুদ্ধাপরাধ তদন্তের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি'র চিফ প্রসিকিউটর ফাতুহ বেনসোদার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

বুধবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাংবাদিকদের বলেন, দুঃখজনকভাবে আইসিসি আমেরিকার নাগরিকদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এজন্য আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

দ্যা গার্ডিয়ানের খবরে আরও বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নাগরিকদেরকে অবৈধভাবে বিচার করার চেষ্টা চালাচ্ছে আইসিসি। যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান মার্কিন নাগরিকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায় এবং সে প্রক্রিয়ায় অংশ নিয়েছে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকবে।

এর আগে গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করেন, সেখানে তিনি বলেন, আফগান যুদ্ধে জড়িত মার্কিন সেনা ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসি’র যেসব ব্যক্তি তদন্ত প্রক্রিয়ায় জড়িত রয়েছে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানার পাশাপাশি ব্যবসা বন্ধ ট্রাম্পের
চতুর্থবারের মতো নোবেলের মনোনয়ন পেতে যাচ্ছেন ট্রাম্প
X
Fresh