• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

পাবজি নিষিদ্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৪
pubg banned in india
ছবি- সংগৃহীত

চীনের সঙ্গে যখন সীমান্ত উত্তেজনা চরমে, ঠিক এমন পরিস্থিতিতে পাবজিসহ ১১৮ মোবাইল অ্যাপ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ভারত। খবর টাইম অব ইন্ডিয়ার।

বুধবার দেশটির তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ‘দেশের সাবভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও রাষ্ট্রের সুরক্ষার কথা বিবেচনা করে ১১৮ মোবাইল অ্যাপকে ভারতে নিষিদ্ধ করা হচ্ছে।’

স্মার্টফোন গেম পাবজি ২০১৭ সালে সবার জন্য উন্মুক্ত করা হয়। এর পর অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠে প্লেয়ার্স আননোন ব্যাটেল গ্রাউন্ড বা পাবজি।

চলতি বছরের জুনে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উইচ্যাট, ক্যামস্ক্যানারসহ ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে দেয় ভারত সরকার।

দেশটির পক্ষ থেকে দাবি করা হয়, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই কারণ দেখিয়ে গেল জুলাইয়ের শেষ দিকে ৪৭ চীনা ক্লোন অ্যাপ নিষিদ্ধ করে মোদি সরকার।

যে সব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, সেই অ্যাপ-নির্মাতাদের তালিকায় রয়েছে টেনসেন্ট, আলিবাবা, শাওমির মতো একাধিক চীনা প্রতিষ্ঠান।

জুন মাসে লাদাখের গালওয়ান সীমান্তে সংঘর্ষের পরই দুই ধাপে একাধিক জনপ্রিয় চীনা অ্যাপ দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh