• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মহানবী (সা.) এর বিতর্কিত কার্টুনের নিন্দা করবেন না ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫০
I won't condemn cartoons of Prophet Mohammad says Macron
রয়টার্স থেকে নেয়া

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রম্য ম্যাগাজিন শার্লি এব্দো মহানবী (সা.) এর বিতর্কিত কার্টুন পুনঃপ্রকাশের বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে পারেন না। কারণে ফ্রান্সে বাক স্বাধীনতা রয়েছে। খবর রয়টার্সের।

লেবানন সফরে গিয়ে এমন মন্তব্য করেছে ফরাসি প্রেসিডেন্ট। তবে একে অপরের প্রতি শিষ্টাচার ও সম্মান দেখানো এবং ‘ঘৃণামূলক বক্তব্য’ এড়ানোর দায় ফরাসি নাগরিকদের ওপর বর্তায়।

ম্যাক্রোঁ বলেন, একজন সাংবাদিক বা নিউজরুমে সম্পাদকীয় সিদ্ধান্তের বিষয়ে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কখনই কিছু বলার নেই। কারণ আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে।

পাঁচ বছর আগে শার্লি এব্দোর অফিসে ইসলামপন্থীদের হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জন কথিত ষড়যন্ত্রকারীর বিচার বুধবার শুরু হয়েছে।

এই বিচার শুরুর একদিন আগে মহানবী (সা.) এর বহুল বিতর্কিত কিছু কার্টুন আবার প্রকাশ করেছে শার্লি এব্দো। ওই কার্টুন প্রকাশের জেরে ২০১৫ সালে তাদের অফিসে হামলা চালানো হয়েছিল।

কথিত ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে অভিযোগ, শার্লি এব্দোতে ২০১৫ সালের ৭ জানুয়ারি দুই ভাইয়ের চালানো বন্দুক হামলায় সহযোগিতা করেছিল এই ১৪ জন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh