• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সৌদির ওপর দিয়ে আমিরাত যাবে ইসরায়েলের প্রথম ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২০, ১৩:০১
UAE-bound Israeli plane to overfly Saudi airspace says source
ডেইলি সাবাহ থেকে নেয়া

সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে আজ সোমবার থেকে বাণিজ্যিক ফ্লাইট শুরু হচ্ছে। প্রথম ফ্লাইটে ইসরায়েলের রাষ্ট্রীয় বিমানে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা আমিরাত পৌঁছাবেন। একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ডেইলি সাবাহ।

ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থা এল আল-র একটি বিমানে করে আবুধাবি যাবেন ওই প্রতিনিধি দল। সেখানে গিয়ে তারা আমিরাত ও ইসরায়েলের মধ্যকার শান্তিচুক্তির বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

নাম ও পরিচয় প্রকাশে ওই সূত্র জানিয়েছে, ৩ ঘণ্টা ২০ মিনিটের এই ফ্লাইটটি সৌদি আরবের ওপর দিয়ে যাবে কিনা। জবাবে তিনি বলেন, হ্যাঁ। তবে ফ্লাইটের আনুষ্ঠানিক রুট এখনও ঘোষণা করা হয়নি।

এর মধ্য দিয়ে ইসরায়েলের কোনও রাষ্ট্রীয় বিমান এই প্রথম সৌদির আকাশসীমায় প্রকাশ্যে প্রবেশ করবে। তবে এই রুট নিয়ে কোন পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে একটি শান্তিচুক্তি হয়। এর ফলে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য আরব দেশও আমিরাতের পথ অনুসরণ করতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হতাশ হতে হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
X
Fresh