• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টিতে নদী হয়ে গেছে করাচির রাস্তা, মৃত্যু ২৩ জনের (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২০, ১৫:৩১

পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে ‍বৃহস্পতিবার রেকর্ড বৃষ্টিপাতের পর সেখানকার রাস্তা নদীতে পরিণত হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ঘটনায় শহরটিতে অন্তত ২৩ জনের মৃত্যুও হয়েছে। খবর জিও টিভির।

বৃষ্টির পানিতে শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক ডুবে গেছে। যারা বাড়ি থেকে বের হয়েছে তাদের চলাচল করতে বেশ বেগ পেতে হয়েছে।

করাচির পুলিশ প্রধান গুলাম নবী মেমন বলেছেন, বৃষ্টিপাতের কারণে মেট্রোপলিটন এলাকায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।

পুলিশের এই অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, বাড়ির ছাদ ধসে দুজন, পানিতে ডুবে চারজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন, মোটরসাইকেল জনিত দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে বাকিদের মৃত্যু দেয়াল ধসের ঘটনায় হয়েছে বলে জানান তিনি।

পাকিস্তানের আবহাওয়া বিভাগের প্রধান আবহাওয়াবিদ সর্দার সরফরাজ বলেছেন, সেখানে আজ আরও ‍বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে সেখানে মোটামুটি ভালোই বৃষ্টিপাত হবে বলে জানান তিনি।

সরফরাজ বলেন, সিন্ধুর মৌসুমি আবহাওয়া এবং বেলুচিস্তানের পশ্চিমমুখী বাতাসের কারণে বৃহস্পতিবার করাচিতে নজিরবিহীন ভারী বৃষ্টিপাত হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ১৫ ঘণ্টা পর্যন্ত ২৩০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এত অল্প সময়ের মধ্যে আর কখনও এত পরিমাণ বৃষ্টি হয়নি বলেও জানান তিনি।

এদিকে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ আজ প্রদেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছেন।

অন্যদিকে এমন বিপর্যয়কর মুহূর্তে মুখ্যমন্ত্রী মুরাদের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী ভুক্তভোগীদের সব ধরনের সহায়তার ব্যাপারে আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আসাদ ওমর।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
X
Fresh