• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে একজোট ইরান, রাশিয়া ও তুরস্ক

আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২০, ২১:৩০
siriya, iran, iraq, usa,
ফাইল ছবি

সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক।

মঙ্গলবার জেনেভায় তিন দেশের যৌথ বৈঠক শেষ হওয়ার পর প্রতিনিধিরা বিবৃতিতে এ নিন্দা জানান।

ডেইলি সাবাহর খবরে বলা হয়, তিন দেশের প্রতিনিধিদের যৌথ বৈঠকে সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানানো ও সিরিয়ার কুর্দিদের সঙ্গে মার্কিন কোম্পানির তেল চুক্তির বিষয়েও উদ্বেগ জানানো হয়।

সিরিয়ার নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে সিরিয়ার সরকার, বিরোধীদলগুলো ও আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে মঙ্গলবার জেনেভায় তৃতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে সিরিয়ায় ইসরাইলের অব্যাহত হামলাকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরোধী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।

তিন দেশের যৌথ বিবৃতিতে সিরিয়ার তেল বিক্রির অর্থকে সেদেশের জনগণের সম্পদ হিসেবে অভিহিত করা হয়। দেশটির তেল সম্পদ কুক্ষিগত করার যে পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলো নিয়েছে তা নিন্দনীয় বলেও জানানো হয়।

আরও পড়ুন: মোদি চা দোকানদার ছিলেন কোনো প্রমাণ নেই, আবেদন খারিজ

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh