• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দত্তক নেয়া দুইবোনকে হিন্দু রীতিতে বিয়ে দিয়ে দৃষ্টান্ত গড়লেন মুসলিম বাবাভাই

আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২০, ১৫:০২
india, hindu,
দুই বোনের বিয়ের অনুষ্ঠানে বাবাভাই

ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর অনাথ হয়ে পড়ে দুই বোন। তাদের ভরণ পোষণে যখন কেউ এগিয়ে আসেনি, তখন প্রতিবেশী মুসলিম বাবাভাই তাদের সব দায়িত্ব কাঁধে তুলে নেন।

দুই বোনকে নিজের বোন হিসেবে দত্তক নিয়ে নিজের জমানো সব পুঁজি খরচ করে তাদের বড় করেন। এরপর সেই দুই অনাথ বোনকে হিন্দু রীতি মেনেই বিয়েও দেন বাবাভাই।

সোমবার (২৪ আগস্ট) এই খবরটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়।

নিউজ ১৮ এর প্রতিবেদনে বলা হয়, আরিফ শাহ নামে এক সাংবাদিক রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে বাবাভাই ও তার পরিবার এবং দুই হিন্দু বোনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন। সেখানে দেখা গেছে, দত্তক নেওয়া দুই হিন্দু বোনকে বিয়ের পর যখন বিদায় জানাচ্ছেন তখন কান্নায় ভেঙে পড়েন বাবাভাই। তখন দুইবোনকে জড়িয়ে ধরেন তিনি।

বাবাভাইয়ের প্রশংসা করেছেন তার প্রতিবেশীরাও। তারা বলছেন ধর্মীয় গোঁড়ামি ভেঙে দুই বোনের প্রকৃত দাদা হয়ে উঠেছেন আহমেদনগরের এই ব্যক্তি।

টুইটারে ভারতীয় একজন লিখেছেন ‘তিনিই (বাবাভাই) প্রকৃত ভারতীয়। ভারতীয় সংস্কৃতি আমাদের এই শিক্ষাই দেয়।’

আরেকজন টুইটারে বলেছেন ‘বাবাভাইয়ের এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করা উচিত। মানুষের পাশে দাঁড়ানো উচিত।’

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh