• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে ভারী বর্ষণে ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২০, ১৯:০১
Heavy rains kill 24 in Pakistan
খালিজ টাইমস থেকে নেয়া

পাকিস্তানের পাঞ্জাবে ভারী বর্ষণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

উদ্ধার কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেন, কয়েকটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই ঘরের ছাদ ভেঙে পড়ার কারণে মারা গেছে।

লাহোরের হারবানসপুরা এলাকার একটি ঘটনায় একটি পুরনোর বাড়ির ছাদ ধসে পড়লে চারজনের মৃত্যু হয়। আহত হয় আরও পাঁচজন।

শেইখুপুরা জেলায় আরেক ঘটনায় ঘরের ছাদ ভেঙে পড়লে এক পরিবারের নয় সদস্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

প্রদেশটির মান্দি বাহাউদ্দিন জেলায় একটি ঘরের ছাদ ধসে পড়লে একজন নারী ও তার চার শিশুর মৃত্যু হয়।

এদিকে চকওয়াল জেলায় একটি কয়লাখনিতে ভূমিধসের ঘটনায় তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট এবং ছাদ ধসের পৃথক ঘটনায় ফয়সালাবাদ জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী তিন-চারদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আকস্মিক বন্যার ব্যাপারেও সতর্ক করে দিয়েছে তারা।

আরও পড়ুন: ইউরোপে হঠাৎ বেড়েছে করোনার সংক্রমণ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
X
Fresh