• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেড়েছে ট্রাম্পের জনসমর্থন: সিএনএনের জরিপ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২০, ১৫:৪৬
US election 2020, Trump or Biden
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্রীক জরিপগুলোতে দেখা যাচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। যদিও সবশেষ একটি জরিপে জানাচ্ছে, বিরোধী প্রার্থী বাইডেনের তুলনায় জনসমর্থনে এগিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প।

এসএসআরএস ও সিএনএনের একটি জনমত জরিপে দৃশ্যমান, গেল জুন থেকেই বাইডেনের সঙ্গে তুলনায় ট্রাম্পের জনসমর্থন বাড়তে শুরু করে।

ওই জরিপে প্রমাণ মিলেছে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বাইডেনের তুলনায় জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

দেশটির ১৫ অঙ্গরাজ্যে চালানো এই জরিপের তথ্যে পাওয়া গেছে, ট্রাম্প ও বাইডেনের মধ্যে জনসমর্থনের ব্যবধান মাত্র ১ শতাংশে নেমে এসেছে।