• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুদানে বন্যায় ৬৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২০, ১৯:০৪
Floods in Sudan
টিআরটি ওয়ার্ল্ড থেকে নেয়া

সুদানের সরকার জানিয়েছে, সেখানে জুলাই থেকে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মৌসুমী ঝড়ের কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে শত শত মানুষ।

রোববার সুদানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ হাজারের বেশি ঘরবাড়ি এবং ১১৯টি সরকারি ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া ১৬ হাজারের বেশি ঘরবাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবছর সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয় সুদানে। এসময় ভয়াবহ বন্যাও হয়ে থাকে দেশটিতে।

ইউনাইটেড নেশন্স অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, বন্যায় এক লাখ ৮৫ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনের মাসগুলোতে বৃষ্টিপাত আরও বাড়বে বলেও সতর্ক করে দিয়েছে তারা।

ওসিএইচএ বলছে, দেশটির ১৮টির মধ্যে ১৭ প্রদেশেই বৃষ্টিপাতের কারণে বন্যা, ভূমিধস এবং ঘরবাড়ি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সংস্থাটি জানায়, সুদানে দ্রুত মানবিক সহায়তার প্রয়োজনীয়তা বাড়ছে। দেশটি এই মুহূর্তে আর্থিক সংকট, সাম্প্রতিক বন্যা, সহিংসতা এবং রোগের প্রাদুর্ভাব ঘটেছে।

উল্লেখ্য, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় গেজিরা এবং কাসসালা প্রদেশ।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ১০ গুণ বেশি সংক্রামক করোনার হদিশ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে সৌদিতে স্কুল বন্ধ, বন্যার সতর্কতা
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
রেজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মাননা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 
বেড়িবাঁধ সংস্কারে বন উজাড়, ঝুঁকিতে সমুদ্র উপকূলের মানুষ
X
Fresh