• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাইডেন প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের পতন ঘটবে: ট্রাম্প

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ১৫ আগস্ট ২০২০, ১১:১৬
If Biden becomes president US will fall says Trump
সংগৃহীত

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতলে আমেরিকার ‘পতন’ ঘটবে। সেইসঙ্গে আমেরিকা হবে বিশ্বের হাসির খোরাক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন।

ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, বাইডেন প্রেসিডেন্ট হলে বিশ্ব হাসবে এবং আমেরিকার কাছ থেকে সবাই সুবিধা নিবে; আমাদের দেশের পতন ঘটবে।

এছাড়া ট্রাম্প বলেছেন, বাইডেনের প্রস্তাবিত নীতিমালা দেশের জন্য ভাল ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, আজকে আমরা দেখলাম বাইডেন মহামারিকে নিয়ে রাজনীতি করেই চলেছে। আমেরিকার জনগণের প্রতি তার যে শ্রদ্ধাবোধের অভাব রয়েছে তা দেখিয়ে দিচ্ছেন। সেইসঙ্গে প্রতি মুহূর্তে বাইডেন এই ভাইরাস নিয়ে ভুল করেছেন, উপেক্ষা করেছেন বৈজ্ঞানিক প্রমাণাদি বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প হারেন তাহলে চীন যুক্তরাষ্ট্রকে নিজের মনে করবে এবং মার্কিনিদের চীনের ভাষা শিখতে হবে।

আরও পড়ুন: করোনা: বিনামূল্যে করোনার টিকা পাবে মার্কিনিরা

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh