• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে বাহরাইনও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২০, ১৪:৫৮
Bahrain to also normalize ties says Israeli media
আনাদোলু এজেন্সি থেকে নেয়া

সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইনও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানা গেছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ কথা জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার দেশটির পাবলিক ব্রডকাস্টিং এজেন্সি (কেএএন) এ খবর প্রকাশ করেছে।

তবে উভয় দেশের মধ্যে কবে নাগাদ চুক্তি সই হবে সে বিষয়ে কিছু জানায়নি ওই সূত্রটি। বাহরাইন এবং ইসরায়েলও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে সম্মত হয়।

সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার ওই চুক্তি অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরের অংশ সংযুক্তির পরিকল্পনা আপাতত ‘স্থগিত’ রাখবে তেলআবিব। এসময় আরব এবং মুসলিম বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

কিছু কিছু দেশ ওই চুক্তিকে স্বাগত জানিয়েছে। তবে বেশিরভাগ মুসলিম দেশই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

আরও পড়ুন: ‘মধ্যপ্রাচ্যে শান্তির অগ্রযাত্রায়’ ইসরায়েল-আমিরাত চুক্তি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাহরাইনে স্বাধীনতা ‍দিবস উদযাপন
বাহরাইনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
বাহরাইনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বাহরাইনে দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের কনসুল্যার সেবা প্রদান
X
Fresh