• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে

আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২০, ১০:০৪
Coronavirus dead
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৭ হাজার ৪৪০ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সবশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ১৪ হাজার ৩৫ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত এক কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৯৫২ জন সুস্থ হয়েছেন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট ৫৪ লাখ ১৫ হাজার ৬৬৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ৪১৫ জন। সুস্থ হয়েছেন ২৮ লাখ ৪৩ হাজার ২০৪ জন।

ব্রাজিলে ১ লাখ ৫ হাজার ৫৬৪ জনের প্রাণ গেছে করোনায়। তালিকায় দেশটিতে মোট আক্রান্ত ৩২ লাখ ২৯ হাজার ৬২১ জন। সুস্থ ২৩ লাখ ৫৬ হাজার ৬৪০ জন।

তিন নম্বরে থাকা ভারতে মোট ২৪ লাখ ৫৯ হাজার ৬১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৪ হাজার ১৪৪ জনের।

এনএম/জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh