• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২০, ১৮:৩৫
66999 cases and 942 deaths reported in india in the last 24-hours
সংগৃহীত

ভারতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৬৬ হাজার ৯৯৯ জন। আরও মৃত্যু হয়েছে ৯৪২ জনের।

নতুন করে সংক্রমণের জেরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ লাখ ৯৬ হাজার। এরমধ্যে সক্রিয় কেসের সংখ্যা ৬ লাখ ৫৩ হাজার ৬২২টি। সুস্থ হয়ে উঠেছে ১৬ লাখ ৯৫ হাজার ৯৮২ জন। দেশজুড়ে মোট মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৩৩ জনের।

গত কয়েকদিন ধরে টানা ৬০ হাজারের কাছাকাছি বা তারও বেশি সংখ্যায় মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে ভারতে। গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চেয়েও বেশি করোনা রোগী ধরা পড়েছে ভারতে।

একটি সমীক্ষায় দেখা গেছে, গত এক সপ্তাহে বিশ্বজুড়ে যত নতুন করোনার সংক্রমণ ঘটেছে, তার ২৩ শতাংশই ভারতে। আগস্টের ১০ তারিখ পর্যন্ত গত ৭ দিন ধরে প্রতিদিনের হিসেবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ব্রাজিল, আমেরিকার চেয়েও বেশি।

আক্রান্তের এই বাড়বাড়ন্তের মধ্যে বিশ্বে মোট করোনা সংক্রমণের দিক দিয়ে এখনও বিশ্বে তৃতীয় স্থানে আছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
X
Fresh