• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

করোনার মধ্যেও মুনাফা করেছে এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২০, ১৯:২৭
NDTV Group And Its TV Business Declare Profitable Q1
সংগৃহীত

করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য বিশেষ করে গণমাধ্যমের ওপর অনেক প্রভাব পড়েছে। তবে এর মধ্যে প্রথম ত্রৈমাসিকে মুনাফা করেছে ভারতের এনডিটিভি গ্রুপ।

গ্রুপের টেলিভিশন ব্যবসায় এনডিটিভি লিমিটেড ৪.৪২ কোটি রুপি কর আদায়ের পর এ মুনাফা ঘোষণা করছে। গত নয়টি কোয়ার্টারের মধ্যে সম্প্রচারিত ব্যবসায় আটটিতেই লাভ দেখিয়েছে সংস্থাটি।

এই ত্রৈমাসিকে কর আদায়ের পর গ্রুপের মুনাফা হয়েছে ৬.৮৯ কোটি রূপি।

গত দুই বছরে আর্থিক সক্ষমতা অর্জন করেছে গ্রুপটি। এসময় ব্যাংক থেকে সংস্থাটির দেনাও কমেছে।

অসাধারণ এই অর্জনের জন্য সংস্থাটি তার সকল কর্মীর আনুগত্য ও প্রতিশ্রুতিশীল কাজের কথা স্বীকার করে ধন্যবাদ জানিয়েছে। কারণ সংস্থাটির অধিকাংশ কর্মী হ্রাসকৃত বেতনে কাজ করেছেন। এজন্য পরিচালনা এবং অন্যান্য সিনিয়র কর্মী যারা হ্রাসকৃত বেতনে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি।

গ্রুপটির ডিজিটাল ব্যবসা এনডিটিভি কনভারজেন্স করোনার মধ্যেও মার্কেটে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। বিশ্বাসযোগ্য প্রতিবেদনের কারণে বহু মানুষ এনডিটিভির নিউজ পড়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh