• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২০, ১৪:৫৮
pranab mukherjee tests positive for covid-19
আনন্দবাজার থেকে নেয়া

করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। সোমবার এক টুইট বার্তায় তিনি নিজেই এ কথা জানিয়েছেন। পাশাপাশি গত এক সপ্তাহে তার সংস্পর্শে আসা সবাইকে অবিলম্বে কোভিড-19 পরীক্ষার পরামর্শও দিয়েছেন তিনি। খবর আনন্দবাজারের।

প্রণব মুখার্জি লিখেন, অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পরে আমার কোভিড-19 পরীক্ষা হয়েছিল। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সম্পর্শে যারা এসেছিলেন তারা যেন আইসোলেশনে যান এবং কোভিড-19 পরীক্ষা করান।

সূত্রের খবর, বছর ছয়েক আগে হৃদযন্ত্রে ব্লকেজের সমস্যা দেখা দেয়ার পর থেকেই প্রণব মুখার্জি নিয়মিত চিকিৎসকেদের পর্যবেক্ষণে থাকেন। সেই সংক্রান্ত শারীরিক পরীক্ষার উদ্দেশ্যেই তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই তার করোনা পরীক্ষা হয়েছিল।

সাবেক প্রেসিডেন্টের টুইটের পরেই উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তার স্বাস্থ্যের খবর নেয়ার জন্য সক্রিয়তাও শুরু হয়েছে।

উল্লেখ্য, ভারতে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৪৬৬ জনের। আর আক্রান্ত হয়েছে ২২ লাখ ১৪ হাজারের বেশি মানুষ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh