• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে একদিনে সর্বোচ্চ ৬২ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২০, ১৫:০৯
covid-19 cases in india crosses 20 lakh
সংগৃহীত

ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শুক্রবার দেশটিতে এক লাফে সাড়ে ৬২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্ত ২০ লাখ ছাড়িয়ে গেলো দেশটিতে। কয়েকদিন কম থাকার পর আজ ফের সংক্রমণ হার ১০ শতাংশ পার করেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬২ হাজার ৫৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে একদিনে এত সংখ্যক মানুষ কখনও আক্রান্ত হয়নি দেশটিতে। একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৮ হাজার ৪৭৩ ও ৫৩ হাজার ১৩৯ জন।

একদিনে আক্রান্ত বৃদ্ধির নিরিখে আজ আবার এক নম্বরে চলে গেলো ভারত। এই বৃদ্ধির কারণে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ২৭ হাজার ৭৪ জন। বিশ্বে প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৪৮ লাখ ৮২ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ২৯ লাখ ১২ হাজার।

আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও শুরু থেকেই স্বস্তি দিয়ে আসছে। এখনও পর্যন্ত মোট ১৩ লাখ ৭৮ হাজার ১০৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছে। অর্থাৎ দেশে মোট আক্রান্তের প্রায় ৬৮ শতাংশই সুস্থ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭৬৯ জন।

এদিকে মৃত্যুর দিক দিয়ে স্পেন, ফ্রান্স, ইতালিকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ভারত। যদিও মৃত্যুর হার ওই সব দেশগুলোর তুলনায় ভারতে অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে ৮৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪১ হাজার ৫৮৫ জনের প্রাণ কাড়লো করোনাভাইরাস।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh