• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিস্ফোরণের ঘটনা তদন্তে গৃহবন্দি বৈরুত বন্দর কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২০, ০৯:০০
lebanon, beirut
বৈরুত বন্দরে বিস্ফোরণের আগে ও পরের ছবি

লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য বন্দর কর্মকর্তাদের গৃহবন্দি রাখা হয়েছে। এমনটি জানিয়েছে লেবানন সরকার। এদিকে, ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি অব্যাহত আছে উদ্ধার কার্যক্রম।

বার্তা সংস্থা বিবিসি জানায়, মঙ্গলবারের ভয়াবহ ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা পাঁচ হাজারের বেশি ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই।

বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, আহতরা রাজধানীর ভেতরে ও বাইরে চিকিৎসা নিচ্ছেন।

বন্দরের কাস্টম প্রধান বাদ্রি দাহের জানান, তিনি এই রাসায়নিক পদার্থ সরিয়ে নেয়ার জন্য বেশ কয়েকবার চিঠি দিলেও তা সরানো হয়নি।

এরই মধ্যে বৈরুতকে দুর্যোগপূর্ণ শহর ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ জানান, দুই সপ্তাহের জন্য বৈরুতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫, জরুরি অবস্থা ঘোষণা
---------------------------------------------------------------------

বৈরুতে গভর্নর মারওয়ান অবুউদ জানিয়েছেন, বিস্ফোরণে প্রায় ৩ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।

তিনি আরও জানান, বিস্ফোরণে ক্ষতির পরিমাণ ৩০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার।

লেবাননের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ প্রেসিডেন্ট মিশেল আউনের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে ক্ষতিগ্রস্ত বৈরুতেবাসীর জন্য ১০ হাজার কোটি লিরা সাহায্য ঘোষণা করা হয়।

এমএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল লেবানন
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
ইসরায়েলের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৯
X
Fresh