• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বৈরুতের বিস্ফোরণে বাংলাদেশি নিহত ৩, আহত ৭৮

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ১৮:১৭
Destroyed building
বিধ্বস্ত ভবন

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি নিহত এবং ৭৮ জন আহত হওয়ার খবর দিয়েছে বাংলাদেশ মিশন। তাছাড়া এ ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) লেবাননের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একজনের নাম মেহেদী হাসান, অপরজন মিজানুর রহমান। তবে আর একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তাছাড়া, বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের ২১ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈরুতের এ বিস্ফোরণে ৭৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বাংলাদেশ দূতাবাস।
--------------------------------------------------------------
আরও পড়ুন: লেবাননে নিহত বাংলাদেশির বাড়িতে আহাজারি
--------------------------------------------------------------

এদিকে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় হেল্পলাইন চালু করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের হতাহতের খবর জানাতে হেল্পলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় প্রায় শতাধিক নিহত এবং ৪ হাজার জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি আরবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রিয়াদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
বাহরাইনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
X
Fresh