• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বৈরুতের বিস্ফোরণে আমাদের হাত নেই: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ১৩:৩৩
Lebanon explosion
ছবি- সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে চার হাজারের বেশি মানুষ। মঙ্গলবার বন্দর এলাকায় ওই ভয়াবহ বিস্ফোরণের ঘটনার সঙ্গে কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের গণমাধ্যম হারিটজ জানাচ্ছে, দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে এ ঘটনায় তাদের কোনও হাত নেই।

চলতি সপ্তাহে লেবানন সীমান্তে হামলা চালানোর পর এমন বক্তব্য এলো মধ্যপ্রাচ্যের বিতর্কিত দেশটির পক্ষ থেকে।

এদিকে যে কোনও সময় লেবাননকে মানবিক ও চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ইসরায়েল।