• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৩ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ০৯:৩৪
Worldwide coronavirus death toll crosses 7 lakh 3 thousands
সংগৃহীত

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৯৮ জন করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৯৮৮ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩ হাজার ৩৮১ জনের। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৯২ হাজার ৩৭৬ জন। তবে সুস্থ হয়েছে ১ কোটি ১৯ লাখ ৯ হাজার ৫১১ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ১ হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৫৬ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ৯৬ হাজার ৯৬ জনের। আর আক্রান্ত হয়েছে ২৮ লাখ ৮ হাজারের বেশি মানুষ।

বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা দেশটিতে নতুন করে মারা গেছে ১ হাজার ৩৬২ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৯০ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ৮৪৯ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৫১ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৮২০ জনের। আর আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৮ হাজারের বেশি মানুষ।

দৈনিক সর্বাধিক মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে এসময় মারা গেছে ৩৫৪ জন। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকা এ পর্যন্ত ৮ হাজার ৮৮৪ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে।

এদিকে বৈশ্বিক মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্যে নতুন করে ৮৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৪৬ হাজার ২৯৯ জন করোনায় মারা গেছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬ হাজারের বেশি মানুষ।

এছাড়া বৈশ্বিক সংক্রমণের দিক দিয়ে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় নতুন করে মারা গেছে ১৪৪ জন ও আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৫৬ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৪ হাজার ৩৫১ ও ৮ লাখ ৬১ হাজার ৪২৩।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh