• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭৮, আহত চার হাজার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ০৮:৪৯
78 killed in massive explosion in Lebanon
সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ একটি বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। মঙ্গলবারের ওই বিস্ফোরণে আহত হয়েছে আরও চার হাজারের বেশি মানুষ। খবর বিবিসির।

বিস্ফোরণের ঘটনায় পুরো শহর কেঁপে ওঠে। বন্দরের একটি গুদামে প্রথমে আগুন ধরে যায়, পরে সেখানে বিস্ফোরণ হলে ব্যাপক ধোঁয়ায় শহরের আকাশ ছেয়ে যায়।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, বন্দরের একটি গুদামঘরে ছয় বছর ধরে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট অনিরাপদভাবে মজুদ করা ছিল।

আজ বুধবার মন্ত্রিসভার জরুরি একটি বৈঠক আহ্বান করেছেন আউন। এছাড়া দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করেছেন তিনি।

জরুরি অবস্থা জারির পাশাপাশি তিনদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে। আজ বুধবার থেকে তিনদিনের এই শোক পালন শুরু হবে।

প্রেসিডেন্ট আউন বলেন, সরকার ১০০ বিলিয়ন লিরা (৬৬ মিলিয়ন ডলার) জরুরি তহবিল দেবে।

লেবাননে রেডক্রসের প্রধান জর্জ কেত্তানি স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমরা দেখছি তা বড় একটি বিপর্যয়। যেখানে তাকাচ্ছি সেখানেই ভিকটিম এবং হতাহতদের দেখতে পাচ্ছি।

লেবাননের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছে, ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে লেবাননের সুপ্রিম ডিফেন্স কাউন্সিল জানিয়েছে, জড়িতদের ‘সর্বোচ্চ সাজা’ দেয়া হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে একটি জাহাজ থেকে ওই অ্যামোনিয়াম নাইট্রেট বন্দরে খালাস করা হয়েছিল। এরপর থেকেই সেগুলো একটি গুদামঘরে রাখা ছিল।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল লেবানন
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
X
Fresh