• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মহিষের দাম ৯ কোটি

অনলাইন ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৪

মহিষের দাম ৯ কোটি ২৫ লাখ। কি শুনে অবাক হয়ে গেলেন! এমন মহিষের দেখা মেলে ভারতের হারিয়ানায়। অবিশ্বাস্য এ দাম পেয়েও মহিষটিকে বিক্রি করতে রাজি হননি তার মালিক করমবীর সিংহ। কারণ প্রজননে সহায়ক উন্নত জাতের এ মহিষটি থেকে তিনি বছরে আয় করেন ৫০ লাখ রুপির বেশি।

এ বিশ্ববিখ্যাত মহিষের পিছনে প্রতিদিন তিন থেকে চার হাজার রুপি খরচ হয় করমবীরের। তাকে প্রতিদিন ২০ লিটার দুধ, ১০ কেজি ফল খাওয়ানো হয়। ফলের মধ্যে তাজা আপেল ও শালগম থাকে। এছাড়া পাঁচ কেজি খৈল এবং পাঁচ কেজি খড় তাকে প্রতিদিন খেতে দেয়া হয়। এর বাইরে তাকে রোজ পাঁচ কিলোমিটার করে পথও হাঁটাতে হয় ‘ফিটনেস’ ঠিক রাখার জন্য।

এ নিয়ে মহিষের মালিক করমবীর সিংহ বললেন, গেলো নয় বছর ধরে অতি যত্নের সঙ্গে তাকে লালন পালন করেছেন তিনি। মহিষটির ওজন ১৫ কুইন্টাল, দৈর্ঘ্য সাড়ে ১১ ফুট, উচ্চতা প্রায় ৬ ফুট। তিনি আরো বললেন, এ মহিষই তার পরিবারে স্বচ্ছলতা দিয়েছে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh