• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় মৃত্যু: যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বে তৃতীয় স্থানে মেক্সিকো

আন্তর্জতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২০, ১৩:১৬
Corona death: Mexico ranks third in the world after the United Kingdom
করোনায় মৃত্যু: যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বে তৃতীয় স্থানে মেক্সিকো

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয়স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকো। খবর বিবিসির।

শনিবার (১ আগস্ট) পর্যন্ত দেশটিতে করোনায় মোট ৪৬ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২৪ হাজার ৬৩৭ জনে। এর আগে, শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত ৪৬ হাজার ২০৪ জনের মৃত্যু নিয়ে তৃতীয় স্থানে ছিল যুক্তরাজ্য।

প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা সরকারি তথ্যে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি হতে পারে বলে বিবিসিকে জানিয়েছে মেক্সিকোর প্রশাসনিক কর্তৃপক্ষ। এরই মধ্যে, প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ অব্রাডোর অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। দেশটিতে মহামারি ছড়ানোর কেন্দ্রবিন্দু মেক্সিকো সিটিতে হাজার হাজার শ্রমিক কারখানায় কাজ শুরু করেছেন। তার মধ্যেই মেক্সিকোতে মৃত্যুর মিছিল শুরু হয়েছে।

অন্যদিকে, মেক্সিকোর ১০ প্রাদেশিক গভর্নর করোনা মোকাবিলায় সরকারি ব্যর্থতার কথা উল্লেখ করে উপস্বাস্থ্য সচিব সংক্রামক রোগ বিশেষজ্ঞ লোপেজ গ্যাটেলের পদত্যাগ দাবি করেছেন।


পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য ৭৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য
মেক্সিকোতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসের সব যাত্রী নিহত
যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি
বাংলাদেশিদের জন্যে স্কলারশিপসহ সুবর্ণ সুযোগ দিলো যুক্তরাজ্য
X
Fresh