• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা : বিশ্বব্যাপী আক্রান্ত ১ কোটি ৭১ লাখ ৯৩৭ জন, মৃত্যু ৬ লাখ ৭০ হাজার ২০১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২০, ০৯:৪৮
Corona: 1 crore 81 lakh 938 people infected worldwide, 8 lakh 80 thousand 201 deaths
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৯৩৭ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ২০১ জন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটার তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৬৮ হাজার ৩৭ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪০ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২৫ লাখ ৫৫ হাজার ৫১৮ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৯০ হাজার ১৮৮ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ৩৮৪ জন। তবে মৃত্যুর দিক দিয়ে ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। সেখানে করোনায় মারা গেছেন ৩৫ হাজার ০৩ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেরার প্রাদুর্ভাব ঠেকাতে বৈশ্বিক কর্মসূচি ঘোষণা
ডিএনসিসির স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
করোনায় আরও একজনের মৃত্যু
বায়ুদূষণে ২০২৩ সালে শীর্ষে ছিল বাংলাদেশ 
X
Fresh