• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের উপদেষ্টা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২০, ২০:৪১
ট্রাম্পের উপদেষ্টা করোনায় আক্রান্ত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রবার্ট ও’ব্রায়েন বাসা থেকে কাজ করছেন। তার সামান্য লক্ষণ রয়েছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে শীর্ষ পর্যায়ে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ট্রাম্পের সঙ্গে ও'ব্রায়ানের সর্বশেষ কখন দেখা হয়েছিল। তবে দুই সপ্তাহ আগে মিয়ামি সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন তিনি।

একটি সূত্র বলছে, পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রায়েন। বাড়িতে আইসোলেশনে থেকে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের দায়িত্ব পালন করছেন। অফিসের অধিকাংশ কাজ টেলিফোনে সারছেন।

বিশ্বজুড়ে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭৪ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন দেড় লাখের কাছাকাছি মানুষ।

আরও পড়ুন: ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh