• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মশার রক্ত পানের কারণ জানালেন গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২০, ১৮:৫০
why mosquito drink animals blood scientists find the reason
সংগৃহীত

সুযোগ পেলেই হলো ত্বকের ওপর বসেই হুল ফুটিয়ে রক্ত পান করতে শুরু করে দেবে মশা। তার পর পেট ভরে রক্ত পান করেই সুযোগ বুঝে পালিয়ে যাবে। কখনও ভেবে দেখেছেন, মশা কেন আমাদের শরীর থেকে রক্ত চুষে পান করে! খবর জি নিউজের।

মশা কেন অন্য প্রাণীর শরীর থেকে রক্ত পান করে! এই প্রশ্নের জবাব বিজ্ঞানীদের কাছেও এতদিন ছিল না। বলা হতো, এটা মশাদের স্বভাব। কিন্তু কেন এমন স্বভাব হলো! কবে থেকে মশার এমন স্বভাব! এসব প্রশ্নের উত্তর ছিল না। এবার নিউজার্সির প্রিস্টন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করেছেন।

সাধারণত স্ত্রী মশা রক্ত পান করে। পুরুষ মশা রক্ত পান করে না। সারা দুনিয়ায় কয়েক হাজার প্রজাতির মশা পাওয়া যায়। তারই মধ্যে একটি আফ্রিকার এডিস এজেপ্টি। এই মশারও আবার কয়েক রকম প্রজাতি রয়েছে। এডিস এজেপ্টি জিকা ভাইরাসের বাহক। ডেঙ্গু, ইয়েলো ফিভারও ছড়ায় এই মশা।

এই এডিস এজেপ্টি মশার ওপর গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, সব প্রজাতির মশা রক্ত পান করে না। বহু প্রজাতির মশার খাদ্যাভ্যাস আলাদা। প্রিস্টন ইউনিভার্সিটির গবেষক নোয়া রোজ জানিয়েছেন, এর আগে কেউ মশাদের খাবার ও পানের অভ্যাস নিয়ে গবেষণা করেনি। তারাই প্রথম।

নোয়া বলেন, সাধারণত যেসব জায়গায় গরম বেশি সেখানকার মশা রক্ত পান করে। কারণ প্রজননের সময় মশার আর্দ্রতার প্রয়োজন পড়ে। পানির অভাব হলে মশার প্রজননে সমস্যা হয়। পানির অভাবেই মশার রক্ত পান করার অভ্যাস তৈরি হয়েছে। আর মশার এই অভ্যাস তৈরি হয়েছে আজ থেকে হাজার বছর আগে। মশা শরীরে পানির অভাব পূরণ করতেই মানুষ বা অন্য প্রাণীদের রক্ত পান করে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএনসিসি এলাকায় মশা নিধন ক্যাম্পেইন ২২ এপ্রিল
প্রাইম ইউনিভার্সিটিতে কর্মশালা অনুষ্ঠিত
অভিযান চালাতে গিয়ে মশার কবলে মন্ত্রী-মেয়র 
‘জনসংযোগ বিভাগে ডিজিটাল মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
X
Fresh