• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জনশক্তি রপ্তানিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ [ভিডিও]

আপেল শাহরিয়ার

  ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৯

জনশক্তি রপ্তানিতে মন্দা কাটিয়ে ওঠার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। এ বছর প্রায় ১০ লাখ লোকের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার।

একটু ভালোভাবে বাঁচার জন্য ও বেশি আয়-রোজগারের আশায় লাখ লাখ বাংলাদেশি মায়ার বাঁধন ছিন্ন করে পাড়ি জমাচ্ছেন দূর দেশে। তাদের কঠোর পরিশ্রমেই মজবুত হচ্ছে দেশের অর্থনীতির ভিত। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে সারা বিশ্বে।

বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম এ খাতটি ২০১৩-১৪ সালে হোঁচট খেলেও আবারো ঘুরে দাঁড়াচ্ছে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ সালে বৈদেশিক কর্মসংস্থান ৪ থেকে সোয়া ৪ লাখের ঘরে সীমাবদ্ধ ছিলো। ২০১৫ সালে কিছুটা বেড়ে সাড়ে ৫ লাখ ছাড়ায়। ২০১৬ সালে সে সংখ্যা হয় সাড়ে ৭ লাখেরও বেশি।

তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, ২০১৬ সালে বিভিন্ন দেশে যে জনশক্তি রপ্তানি হয়েছে তার অর্ধেকের বেশি অদক্ষ।

এদিকে জনশক্তি রপ্তানি বিশ্লেষকদের মতে, এ খাতের ব্যবসায়ীরাই নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও দক্ষ শ্রমিক তৈরির উদ্যোগ নেয়া যাচ্ছে না। দক্ষ শ্রমিক তৈরির এসব উদ্যোগকে আরো আধুনিক ও যুগোপযোগী করার তাগিদ দিলেন তারা।

তবে প্রবাসী মন্ত্রণালয় বলছে, দক্ষ জনবল তৈরি করে খাতটিকে আরো গতিশীল করার উদ্যোগ নিয়েছে সরকার।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh