• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেহালদশায় একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৬

বরগুনার পাথরঘাটা উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন চিকিৎসক সংকটে, বেহাল দশায়। ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটির স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ভেঙ্গে পড়েছে সেবার মানও। ডাক্তার সংকটের কারণে তাদের জন্য নির্ধারিত প্রায় প্রতিটি কক্ষই তালাবদ্ধ। দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের জন্য কেউবা বদলি হয়ে চলে গেছেন অন্য জায়গায়। প্রতিদিনই অনেক রোগি ভিড় করেন স্বাস্থ্য কমপ্লেক্সটিতে। কিন্তু সেবা না পেয়ে চলে যান জেলা সদরে চিকিৎসা নিতে। সার্জিক্যাল,অর্থপেডিক্স, গাইনি ও শিশু রোগ বিশেষজ্ঞসহ গুরুত্বপূর্ণ পদও রয়েছে শূন্য।

এদিকে মহিলা ওয়ার্ডে কিছু রোগি থাকলেও পুরুষ ওয়ার্ডে নেই বললেই চলে। টেকনিশিয়ানের অভাবে ব্যয়বহুল এক্সরে মেশিনটির কিছু অংশ পড়ে রয়েছে বারান্দায় আর কিছু অংশ বাক্সবন্দি। হচ্ছে না আল্ট্রাসনোগ্রামসহ প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা। সংস্কারের কারণে সিজারের জন্য কক্ষটি রয়েছে তালাবদ্ধ। এ বিভাগেও নেই পর্যাপ্ত নার্স, ওয়ার্ডবয়, ক্লিনার।

এদিকে বরগুনা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন হাওলাদার হাসপাতালের দুরবস্থা স্বীকার করে চিকিৎসক সংকট নিরসনের আশ্বাস দেন।

এদিকে উপজেলার একমাত্র হাসপাতালটির স্বাস্থ্যসেবার মান খুব দ্রুতই বাড়বে, এমনটাই দাবি পাথরঘাটা উপজেলাবাসীর।

আরকে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh