• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

এখনও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ডিএনসিসি’র ৪১ নং ওয়ার্ড (ভিডিও)

সোহেল রানা

  ২১ জুন ২০১৯, ১৪:১৯

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের বাসিন্দাদের ওপর করের বোঝা চাপলেও বাড়েনি কোনো নাগরিক সুবিধা। এক সময় সাঁতারকুল ইউনিয়নে থাকা ওয়ার্ডটিতে এখনও পৌঁছায়নি ওয়াসার পানি, পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এমনকি নেই কোনো সড়কবাতি। যদিও স্থানীয় কাউন্সিলর বলছেন, বাজেট পেলেই উন্নয়ন কাজ শুরু হবে।

বাড্ডার সাঁতারকুল মৌজার পাদুরদিয়া, মগারদিয়া, পাঁচখোলা ও সাঁতারকুল বাজার নিয়ে, উত্তর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ড। কিছুদিন আগেও ওয়ার্ডটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে পরিচালিত হওয়ায় তেমন কোনো উন্নয়ন হয়নি।

তাই এখানে দেখা মিলবে- মাটির রাস্তা, বাঁশের সাঁকো আর ভাঙ্গা-সরু রাস্তা। নেই ওয়াসার পানি, পয়ঃনিষ্কাশনের লাইন, সড়ক বাতিসহ, সিটি কর্পোরেশনের কোন সুবিধা।

ওয়ার্ডের মগারদিয়া গ্রামের একমাত্র রাস্তার অবস্থা একেবারেই নাজুক। বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। সাঁতারকুল বাজারে এখনও দেখা মিলবে মেঠো পথ। নেই খেলার মাঠ ভালো কোলো শিক্ষা প্রতিষ্ঠান।

এলাকার এসব সমস্যার কথা স্বীকার করে স্থানীয় কাউন্সিলর মো: শফিকুল ইসলাম জানালেন, ওয়ার্ড হলেও সিটি কর্পোরেশন থেকে এখনও কোনো বাজেট পাননি তিনি।

গ্রাম থেকে শহরে উন্নীত হওয়া ওয়ার্ডটির উন্নয়নে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এমকে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh