• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মৃত্যুর ঝুঁকি নিয়ে পারাপার করছে ৬৬ বছরের জরাজীর্ণ লঞ্চ

নাজিব ফরায়েজী, আরটিভি

  ৩০ মে ২০১৯, ১১:৪৭

৬৬ বছরের পুরনো জরাজীর্ণ লঞ্চে নারায়ণগঞ্জ বন্দর থেকে যাত্রী পারাপার করা হচ্ছে। চরম ঝুঁকিপূর্ণ হওয়ার পরও এমন লঞ্চকে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এমন একটি নয়, বেশ কয়েকটি লঞ্চের একই অবস্থা। দুর্ঘটনার ঝুঁকিতে থাকা এসব লঞ্চ যেকোনো সময় অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হতে পারে।

আরামদায়ক ও কম খরচ হওয়ায় যাত্রীদের বেশ পছন্দ নদীপথ।

তবে কিছু অসাধু লঞ্চমালিক এ পথকে অনিরাপদ করে রেখেছেন। তাদের এক একটি লঞ্চ যেন, এক একটি মৃত্যুফাঁদ।

‘এমএল মুন্সিগঞ্জ’ তেমনই একটি। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে চলাচলকারী লঞ্চটি ১৯৫৩ সালে তৈরি। বয়সের ভারে অনেক আগেই চলাচলের যোগ্যতা হারিয়েছে। তবু এটি দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। মালিকের এমন অপকর্মের সাহায্যকারী, সার্ভেয়ারও ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত এটিকে ফিট ঘোষণা করে সনদ দিয়েছেন।