• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বদলায়নি সড়কের চিত্র, আবারও বিশৃঙ্খল

আরটিভি অনলাইন

  ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:১১

আবারও বিশৃঙ্খল রাজধানীর সড়ক পথ। বেপরোয়া গতিতে চলছে বাস, যত্রতত্র যাত্রী উঠা নামায় ব্যস্ত চালকরা। পথচারীরা রাস্তা পার হচ্ছেন ঝুঁকি নিয়ে। বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. মো. অধ্যাপক মিজানুর রহমান মনে করেন, সড়কে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিতে পারলে, আবারো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

মিনিবাসের বেপরোয়া গতি ২ নারীর প্রাণ কেড়ে নিলে গত বুধবার রাজধানীর রাস্তায় নেমে আসেন তার সহকর্মীরা।
মর্মান্তিক ওই দুর্ঘটনার রেশ না কাটতেই আবারো রাজধানীর রাস্তায় বেপরোয়া যান। এভাবেই বিশৃঙ্খলভাবে চলছে রাজধানীর যানবাহন।

বাস, মিনিবাস, প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেল সবাই যেন নিয়ম ভাঙ্গার প্রতিযোগিতায় নেমেছে। সিগনাল থাকলেও মানতে নারাজ পথচারী কিংবা চালক। যত্রতত্র মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার দৃশ্য চোখে পড়ার মতো।

শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছেন সড়ক পথের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশও ।

সড়ক পথের শৃঙ্খলা ফিরিয়ে আনাই নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. মো. অধ্যাপক মিজানুর রহমান।

নিরাপদ সড়ক-এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি স্বল্পমেয়াদী কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শও দেন তিনি।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
X
Fresh