• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ যেন এক আতঙ্ক (ভিডিও)

জুবায়ের সানি

  ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:২২
প্রতীকী ছবি

রাজধানীতে আরেক আতঙ্কের নাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। কেবল চলতি বছরেই এমন দুর্ঘটনা ঘটেছে অর্ধ-শতাধিক। হতাহত হয়েছে বহু মানুষ। বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতের সময় সিলিন্ডার বিস্ফোরণ বেড়ে যায় কয়েক গুণ।

চিকিৎসকরা বলছেন, সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে যাওয়া রোগীর সুস্থ হওয়া অনেকটা নির্ভর করে ভাগ্যের ওপর। আর বেঁচে যাওয়াদের সারাজীবন ভুগতে হয় সীমাহীন দুর্ভোগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছে এক বৃদ্ধা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হারিয়েছেন উপার্জনক্ষম একমাত্র সন্তানকে। নিজেরও পুড়ে গেছে শরীরের প্রায় ৩০ শতাংশ।

প্রায় প্রতিদিনই বার্ন ইউনিটে আসছেন এমন বহু মানুষ। এদের বেশিরভাগকেই বাঁচানো সম্ভব হয় না। এক একটি গ্যাস সিলিন্ডারকে বোমার সঙ্গে তুলনা করলেন এ চিকিৎসক।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ঢাকা বিভাগে গ্যাস দুর্ঘটনায় ১০৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গ্যাসলাইন লিকেজে ৫৫টি ও এলপি গ্যাসের সিলিন্ডার থেকে ৫৩টি। এসব ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশত।

চলতি শীত মওসুমেও এ ধরনের দুর্ঘটনা বাড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

অথচ একটু সচেতন হলেই এ ধরনের দূর্ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করে ফায়ার সার্ভিস।

এসআর

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি : আইইবি
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
X
Fresh