• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় কেন পুলিশি হয়রানির শিকার হন বাংলাদেশিরা?

জুলহাস কবীর, মালয়েশিয়া থেকে ফিরে

  ০৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৫১

ছোটোখাটো যেকোন অভিযোগে নিয়মিত পুলিশি হয়রানির শিকার হন মালয়েশিয়া প্রবাসীরা। এ নিয়ে বাংলাদেশ হাইকমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ থাকলেও দেশটির আইন আরও ভালোভাবে জানার পরামর্শ দিয়েছেন হাইকমিশনের কর্মকর্তারা।

পুরো সড়কজুড়ে বাংলাদেশিদের দোকান। তাই নামও বাঙ্গালিপাড়া! সব দোকানের কর্মচারীই বাংলাদেশি।

সড়কটি প্রতিদিন বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। বিশেষ করে ছুটির দিনে কুলালামপুরসহ আশপাশের শহর থেকে ছুটে আসেন হাজারো প্রবাসী।

তবে, এখানে আসতেও বিপাকে পড়তে হয় তাদের। প্রায় প্রতিদিন অনেক বাংলাদেশিকে পুলিশি হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ আছে।

পুরো মালয়েশিয়াজুড়েই হয়রানির শিকার বাংলাদেশি শ্রমিকরা। অবৈধদের মাঝে-মধ্যে জেলও খাটতে হয়।

এ নিয়ে তারা অভিযোগের আঙ্গুল তুললেন বাংলাদেশ হাইকমিশনের দিকে।

তবে হাইকমিশন বলছে, মালয়েশিয়ার আইন না জানা ও মানায় বেশিরভাগ শ্রমিককে হয়রানির শিকার হতে হয়।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমাতে হাইকমিশন কাজ করছে বলে জানালেন হাইকমিশনার।

শ্রমিকসহ সব বাংলাদেশিকে যেকোনও প্রয়োজনে হাইকমিশন থেকে সব সময় সহযোগিতা দেয়ার দাবি করলেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
X
Fresh